ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৮:২৮:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোভিড আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। যা বর্তমানে অব্যাহত আছে। পুরো ঢাকায় কোভিড শনাক্তে ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। দুই সিটি করপোরেশন এলাকার ৫১টি থানার মধ্যে মাত্র দুটি থানায় শনাক্তের হার কিছুটা কম। বাকি ৪৯টি থানায় আক্রান্তের হার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এমনকি দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১ জেলার মধ্যে ঢাকা এখন শীর্ষে। এসব জেলায় যেখানে সংক্রমণ হার ৩১-৪০ শতাংশের কিছু বেশি; সেখানে ঢাকা শহরের দুটি এলাকায় সংক্রমণ পৌঁছেছে ৪৪-৪৬ শতাংশে।

অন্যদিকে, ঢাকাকে ঘিরে থাকা ৩০ জেলায়ও এখন সংক্রমণ দেশের অন্য জেলাগুলোর চেয়ে সবচেয়ে বেশি। সর্বোচ্চ সংক্রমিত যে ৩১ জেলা, এর মধ্যে ১১ জেলায় ঢাকার চারপাশে, অর্থাৎ ঢাকা বিভাগের।

এমনকি করোনায় মৃত্যুতেও এখন শীর্ষে ঢাকা বিভাগ। সারা দেশে মোট মৃত্যুর ৫৮ শতাংশই ঢাকা ও এর আশপাশের জেলার। এমনকি গত এক মাসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুর যে রেকর্ড হয়েছে, এর মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে ৫ হাজার ৫৭৫ জন। এমন পরিস্থিতি ঢাকার জন্য খুবই বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন জানান, ঢাকার অবস্থাটা তো ভালো না। সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। হাসপাতালগুলোর দিকে তাকালেই তো বোঝা যায় এখানকার কী অবস্থা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। বেড নেই। সাড়ে ৪ হাজার বেডের মধ্যে এখন ফাঁকা আছে মাত্র ৩০০-৪০০। তখন রোগী কোথায় রাখবে? সুতরাং পরিস্থিতি খারাপ।


-জেডসি