ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৪:৫২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বরিশালে মায়ের সামনে মেয়েকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল জেলার হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মায়ের সামনে বসে তার মেয়ে রেহেনা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলায় নিহতের মা নুরজাহান বেগমও (৭০) গুরুত্বর আহত হয়েছেন।

নিহত দুই সন্তানের জননী রেহানা বেগম একই এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের স্ত্রী। সোমবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসির বরাত দিয়ে থানা পুলিশ জানায়, প্রতিবেশী মৃত আব্দুর রহিম মল্লিক এবং মৃত আব্দুল মান্নান মুন্সীর ওয়ারিশদের মধ্যে একটি জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপুর্ণ জমির সীমানাপ্রাচীর অতিক্রম করলে রহিম মল্লিকের ছেলেরা প্রতিপক্ষ রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার হুমকি দেয়। রবিবার সন্ধ্যায় রেহেনা বেগম সীমানা প্রাচীর অতিক্রম করলে তার ওপর চড়াও হয় রহিম মল্লিকের পুত্র তামিম, সাব্বির ও তাদের ফুফু হাজেরা খাতুন।

এসময় রেহেনার সাথে তার মা নুরজাহান বেগম একত্রিত হয়ে প্রতিবাদ করলে যুবক তামিম ও সাব্বির তাদের ফুফু হাজেরা খাতুনের সহযোগিতায় রেহেনা এবং তার মা নুরজাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রেহেনা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মা নুরজাহান বেগমকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নিহত রেহেনা বেগমের লাশের ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি হামলাকারী ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

-জেডসি