ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৮:১১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সব রেকর্ড ভাঙল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সব রেকর্ড ভাঙল

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সব রেকর্ড ভাঙল

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ২০১ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৯ হাজার ৮২২ জন। করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনের।

এর আগে গতকাল রোববার করোনায় ৭৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর শনাক্ত হয় ৫ হাজার ৮১৯ জনের।  

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।