ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৩:১৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাভারে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় থেমে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে করে প্রাইভেটকারের সামনে থাকা পুতুল বেগম নামে এক নারীসহ চালক জামাল খাঁ মারা গেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আগত প্রাইভেটকারের আরো তিন যাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খাঁ এর ছেলে জামাল খাঁ।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সালেহপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাককে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত আরো তিনজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। হতাহতরা সবাই রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এলে আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

-জেডসি