ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৩:১২:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৩ এপ্রিল ২০২১ মঙ্গলবার

আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে

আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। সভা থেকে ১৪৪২ হিজরি সালের রমজান মাস ও লাইলাতুল কদরের তারিখ ঘোষণা করা হয়।

আজ রাতেই তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সাহরি খেয়ে বুধবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, লকডাউনের মধ্যে মসজিদে প্রতি ওয়াক্তে ২০ জন এবং তারাবি নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন, খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন।