ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৪:২৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে একদিনে করোনায় ৩৪৬২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

একদিনে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ১৮০ জনের।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন। কয়েকদিনে দেশটিতে করোনা আক্রান্ত বয়স্কদের চেয়ে তরুণদের অবস্থাই বেশি খারাপ হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৮৫ হাজার ৪২৫ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৩৯৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন দুই কোটি ৪২ লাখ ৩২ হাজার ১৮৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯২ জন।

ব্রাজিলে করোনার শুরুতে পাত্তা দেননি প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে আক্রান্ত ও মৃত্যু ব্যাপক বেড়ে গেলে তিনি মাস্ক পরা শুরু করেন ও টিকাদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। শুরুতে করোনা নিয়ে অবহেলার কারণে বিরোধীরা প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা করেছেন।


-জেডসি