ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ১৪:৪৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিল্লিতে করোনা বৃদ্ধির কারণে কাল রাত থেকে কার্ফু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

দিল্লিতে করোনা বৃদ্ধির কারণে কাল রাত থেকে কার্ফু

দিল্লিতে করোনা বৃদ্ধির কারণে কাল রাত থেকে কার্ফু

করোনা সংক্রমণ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে আগামীকাল শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত লকডাউন ঘোষণা করল দিল্লির সরকার। তবে অত্যাবশ্যকীয় কাজকর্ম চলবে। যাদের বিয়ের অনুষ্ঠান ঠিক করা আছে, সেটিও আয়োজন করা যাবে, তবে লাগবে কার্ফু পাস। বন্ধ থাকবে শপিং মল, জিম, প্রেক্ষাগৃহ। রেস্তরাঁগুলিও বন্ধ রাখা হবে। তবে চলবে হোম ডেলিভারি। বাজারও চলবে, তবে থাকবে নিয়ন্ত্রণ।

একটি ভিডিও বার্তায় দিল্লির মুর্খমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, আপনাদের জন্যই এই নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। করোনার শৃঙ্খল ভাঙার জন্য এই নিয়ন্ত্রণের একান্তই প্রয়োজন। সে কারণেই এপ্রিলের ১৭ তারিখ থেকে এই কার্ফু জারি করা হচ্ছে। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে।

দিল্লির লেফ্টেন্যান্ট জেনারেল অনিল বৈজলের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেজরীবাল।