ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ২১:০১:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মারা গেলেন ৭১ টিভির প্রযোজক রিফাত সুলতানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০২১ শুক্রবার

করোনায় মারা গেলেন ৭১ টিভির প্রযোজক রিফাত সুলতানা

করোনায় মারা গেলেন ৭১ টিভির প্রযোজক রিফাত সুলতানা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির প্রযোজক রিফাত সুলতানা (৩২)। সন্তানসম্ভবা অবস্থায় এক সপ্তাহ ধরে করোনার সঙ্গে লড়ছিলেন তিনি। আজ শুক্রবার সকালে কন্যা সন্তানের জন্ম দিয়ে বিকেলেই মারা যান তিনি।

জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান রিফাত। রিফাত সুলতানা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের যমজ সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। গতকাল বৃহস্পতিবার সকালে রিফাতকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে আজ সকালে তার কন্যা সন্তানের জন্ম হয়। বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

এদিকে তার সদ্যজাত সন্তানের অবস্থাও ভালো নয়। কন্যা সন্তানটি এখন এভার কেয়ার হাসপাতালে রয়েছে। তাকে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৭১ টিভির প্রযোজক মাজহারুল মাসুম জানান, বিকেলে রিফাত সুলতানার মৃত্যুর সংবাদ পেয়েছেন তারা। সকালে রিফাতের সন্তানের জন্ম হয়েছে। একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তার শাশুড়ি। এ ছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত।

রিফাতের সহকর্মী ও বন্ধু তারেক হাসান জানান, রিফাতের স্বামী নাজমুল ইসলামও একাত্তর টিভিকে চাকরি করেন। নাজমুল করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।