ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৭:৩৯:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৮

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

দেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৮

দেশে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৮

ঘাতকব্যধি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৪ হাজার ২৮০ জনের।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোসাভাইরাসে সংক্রমিত হয়ে ৯৮ জন মারা গেছেন। আর এই সময়ে নতুন করে ৪,০১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্তদের তথ্য পাওয়া গেছে। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৬৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৯২ জন মারা গেছেন হাসপাতালে, আর বাকি ছয়জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৩৬ জন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। এদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন মোট ১০,৭৮১ জন। আর এখন পর্যন্ত ৫২ লাখ ৭৭ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।