ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ১:৪৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আরমানিটোলায় ভবনে আগুন: কলেজ ছাত্রীসহ দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার

আরমানিটোলায় ভবনে আগুন: কলেজ ছাত্রীসহ দু’জনের মৃত্যু

আরমানিটোলায় ভবনে আগুন: কলেজ ছাত্রীসহ দু’জনের মৃত্যু

রাজধানীর আরমানিটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসনে আজ শুক্রবাব ভোরে আগুন লাগার ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটির নিচতলায় রাসায়নিকের গুদাম রয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোর সোয়া তিনটার দিকে ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে। আগুন লাগার পর ভবনের ছাদে কিছু লোক আটকা পড়ে। তাদের উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করে তাদের নামিয়ে আনা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আজ সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাসেল শিকদার বলেন, আগুনের ঘটনায় দগ্ধ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন কলেজ ছাত্রীও রয়েছেন। আহত অবস্থায় বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন অগ্নিদ্বগ্ধ হয়েছেন। অন্যরা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন। ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি বলেন, ওই ভবনে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০-১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।