ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৭:৩৪:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় সুষমা স্বরাজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার | আপডেট: ০৬:৪২ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার

দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিকেল সাড়ে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ভারতের পক্ষে সুষমা স্বরাজ।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় সুষমা স্বরাজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এদিকে রাত ৮টায় হোটেল সোনাগাঁওয়ে বিএনপি চেয়ারপাসন খালেদার জিয়ার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সোমবার সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এছাড়া ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা হবে। এছাড়াও দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করবে ভারত-বাংলাদেশ যৌথ কমিশন। বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে।

২০১৭ এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের জুন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।

সাড়ে ৩ বছর পর যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে আসলেন। সবশেষ ২০১৪ সালে বিজেপি ক্ষতমায় আসার একমাস পর মে মাসে তিনি বাংলাদেশে আসেন।

দু`দিনের সফর শেষে সোমবার দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সুষমা স্বরাজ।