ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৬:২৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় মৃত্যু আবারও ১০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার

দেশে করোনায় মৃত্যু আবারও ১০০ ছাড়াল

দেশে করোনায় মৃত্যু আবারও ১০০ ছাড়াল

ঘাতকব্যধি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬ দিন পর দেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল। এর আগে গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে। আর মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৮ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।