ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৭:৩১:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাছাই পর্ব পেরিয়ে কমনওয়েলথ গেমসে খেলতে হবে নারী দলকে

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। আর এই ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুযোগ যে একেবারেই নেই তা নয়, বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে।

কমনওয়েলথ গেমসের ২২তম আসর বসবে ইংল্যান্ডের বার্মিংহ্যামে। আগামী বছরের ২৮ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ৮ অগাস্ট।

আসন্ন আসরে নারীদের ক্রিকেট ইভেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই আসরে সরাসরি খেলার সুযোগ হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার। আসরের স্বাগতিক ইংল্যান্ডও রয়েছে।

সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো বাছাই করা হয়েছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে। সাত দলের পর অষ্টম দল নির্বাচন করা হবে বাছাই পর্বের মাধ্যমে। বাছাই পর্ব শুরু হবে আগামী ২০২২ সালের ৩১ জানুয়ারি।

-জেডসি