ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১১:৪২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে নারী হকি শিবিরে করোনার হানা, আক্রান্ত ৯

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার

করোনা আক্রান্ত রানি রামপাল।

করোনা আক্রান্ত রানি রামপাল।

বেঙ্গালুরুর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) সেন্টারে হানা দিয়েছে করোনাভাইরাস। সেখানে ভারতের নারী হকি দল অলিম্পিক্সের প্রস্তুতি সারছে। ভারতীয় দলের অধিনায়ক রানি রামপালসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রানি ছাড়াও ভারতীয় দলের সবিতা পুনিয়া, শর্মিলা দেবী, রজনী, নভজ্যোৎ কৌর, নবনীত কৌর ও সুশীলা করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়াও দলের ভিডিও বিশ্লেষক অম্রুতাপ্রকাশ এবং বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ওয়েন লোম্বার্ডের করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। কারোরই কোনও উপসর্গ নেই। প্রত্যেককে সাইতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, খেলোয়াড়দের ঘরে খাবার দেওয়ার কাজ করছে যারা তাদের মধ্যে তিনজন গত সপ্তাহে করোনা আক্রান্ত হন। এছাড়াও সাইয়ের কর্মীরাও নাকি এর মধ্যে সেন্টার থেকে বাইরে গেছেন, আবার ফিরেছেন।

এদিকে সাইয়ের দাবি, ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাইরে থেকে খাবার আনিয়ে খেতে দেখা গেছে। এটা বায়ো-বাবলের নিয়মবিরুদ্ধ।

সব মিলিয়ে অলিম্পিক্সের প্রস্তুতি শুরু করার আগে চরম সমস্যায় ভারতের নারী হকি দল।