ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৩:৩৬:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলে করোনায় প্রাণহানি ছাড়াল ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে এটিই সর্বোচ্চ মৃত্যু।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো এক হাজার ৫৪ জনের প্রাণ গেছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার লাখ আট হাজার ৮২৯ জন।

এ দিকে করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ব্রাজিলের হাসপাতালগুলোতে রোগীর চাপ অনেক বেড়ে গেছে। দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে।

ব্রাজিলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৩৬ হাজার ৫২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। সর্বাধিক আক্রান্তের হিসেবে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৫১৪ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ৩২ লাখ ৩০ হাজরের বেশি মানুষ। সূত্র : ওয়ার্ল্ডোমিটার


-জেডসি