ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ২০:২৩:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আগামী গ্রীষ্মেই দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের পরিকল্পনা করছেন তিনি।

২০১৯ সালে এ জুটি বাগদান সেরেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কোস্ট রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার কথা জানালেও তারিখ বলেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

“আমরা দু’জন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি,” সাক্ষাৎকারে জেসিন্ডা এমনটাই বলেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

“ব্রাইডাল পার্টি করার মতো বয়সের চেয়ে খানিকটা বেশি বয়স হয়ে গেছে বলেই মনে হয় আমার,” সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী জেসিন্ডা এমনটাই বলেছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

তার সঙ্গী টিভি উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের বয়স ৪৪। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।

“ বুধবার সকালের প্রতিবেদনে যা জানানো হয়েছে তার সঙ্গে নতুন করে যোগ করার মতো কিছু নেই,” রয়টার্সকে বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র।

জেসিন্ডা প্রথমবার প্রধানমন্ত্রী হন ২০১৭ সালে; তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন।

পরের বছরই তার কন্যা সন্তানের জন্ম হয়; জেসিন্ডার আগে কেবল পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোই প্রধানমন্ত্রী থাকাকালে মা হয়েছিলেন।

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় তার সরকারের অসামান্য সাফল্য জেসিন্ডাকে ফের ক্ষমতায় নিয়ে আসে। গত বছরের অক্টোবরের নির্বাচনে তার মধ্য-বামপন্থি লেবার পার্টি অর্ধশতকে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করে।

-জেডসি