ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ৬:০৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পার্লামেন্টে হেলমেট-বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাজির নারী এমপি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তিউনিশিয়ার পার্লামেন্টে মোটরসাইকেলের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে হাজির হয়েছিলেন এক নারী এমপি। পার্লামেন্টের স্পিকার সব দলের এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী বাদ দেওয়ার নির্দেশ দিলে গত মঙ্গলবার এই কাণ্ড ঘটান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, পার্লামেন্টে যাতে প্রবেশ করা যায় সেজন্য আবির মুসি নামে ওই এমপি এসব সুরক্ষা সরঞ্জাম পরেছেন। তিউনিশিয়ার সেক্যুলার দল ফ্রি ডেস্টোরিয়ান দলের সদস্য তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট জাইন আল আবেদিনের কট্টর সমর্থক আবির মুসি। ২০১১ সালে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল জাইন আল আবেদিনকে।

পার্লামেন্টের স্পিকার সব এমপিদের নিরাপত্তা প্রহরী বাতিল ঘোষণা করেছেন। এর প্রতিবাদ জানাতে ও সবার নজড় নিজের দিকে নিতেই এমনটি করেছেন আবির মুসি।


-জেডসি