ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১২:৫০:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অলিম্পিকের মশাল নেবেন না সবচেয়ে বয়স্ক জাপানিজ নারী

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনা ভাইরাসের কারণে টোকিও ২০২০ অলিম্পিকের মশাল হাতে নেবেন না বিশ্বের সবচেয়ে বয়স্ক ১১৮ বছরের জাপানিজ নারী।

বুধবার কেন তানাকা নামের সেই ব্যক্তির নার্সিং হোম থেকে এক অফিসিয়াল জানায়, এই ইভেন্ট নিয়ে দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে। আরো একবার লকডাউনের চিন্তা করা হচ্ছে।

গিনেস রেকর্ডধারী তানাকা দক্ষিণ জাপানের ফুকুওকা অঞ্চলের বাসিন্দা। তিনি অলিম্পিকের মশাল হাতে নেয়াদের মধ্যে অন্যতম ছিলেন। মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে এর মধ্যে অপরাগতা জানিয়েছেন তিনি।

টোকিও অলিম্পিক মূলত ২০২০ সালে হওয়ার কথা ছিল। তবে করোনার ভয়াবহতায় তা এক বছর পিছিয়ে যায়। এ বছরে ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়া কথা ইভেন্টটি।

-জেডসি