ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিরাট-আনুষ্কা কোভিড-ত্রাণে দিলেন ২ কোটি টাকা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

অনুষ্কা এবং বিরাট।

অনুষ্কা এবং বিরাট।

আজ শুক্রবার সরাসরি কোভিড আর্তদের জন্যে সাহায্যের কথা ঘোষণা করলেন বিরাট কোহেলী এবং আনুষ্কা শর্মা। নিজেরা ২ কোটি টাকা দিলেন তো বটেই পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সাহায্য চাইলেন। মোট ৭ কোটি টাকা সাহায্যের লক্ষ্য নিয়েছেন ‘বিরুষ্কা’।

আজ টুইটারে বিরাট এবং আনুষ্কার দু’জনেই একই ভিডিও পোস্ট করেছেন। তবে বার্তা আলাদা। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন তারা।

কোহেলী লিখেছেন, ‘আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন’।

আনুষ্কার বার্তা, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের গোটা দেশ লড়াই করছে, স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি, মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯-এর জন্য অর্থ সাহায্যে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি’।

ভিডিওতে কোহেলী বলেছেন, ‘আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে।’