ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৩:২১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রূপা গাঙ্গুলী ও অগ্নিমিত্রা গ্রেফতার, পরে জামিনে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার

রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল।

রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল।

অবৈধ জমায়েতের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির দুই নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ করছিলেন তারা। পুলিশ তাদের করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করে। খবর আনন্দবাজর পত্রিকার।

লালবাজারের সেন্ট্রাল লক আপে নিয়ে যাওয়া হয় বিজেপি নেত্রীদের। যদিও কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পান তারা।

ভোট পরবর্তী হিংসায় মেয়েদের উপর অত্যাচারের অভিযোগে মেয়ো রোডে ধর্নায় বসেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা, সদ্য নির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা এবং কোয়েম্বাত্তুরের বিধায়ক বনতি শ্রীনিবাসন।

অগ্নিমিত্রা বলেন, প্রশাসনের কাছে ২০ জনের জমায়েতের অনুমতি নিয়েছিলাম আমরা। তবে শেষপর্যন্ত জমায়েতে ২০ জনও আসেননি। উপস্থিতি হয়েছিলেন মাত্র ৮ জন। তারপরও কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে।

অগ্নিমিত্রার আরও বলেন, আসলে প্রতিবাদ করতে দেবে না বলেই পুলিশ গ্রেফতার করে আমাদের।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য শাসক দল তৃণমূলকে দায়ী করে রাজ্যজুড়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ বিক্ষোভ করছে বিজেপি। এমনকি বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের অনুষ্ঠানেও বিজেপি উপস্থিত থাকবে না বলে জানিয়ে দিয়েছে আজ।

এরই মধ্যে ভোট পরবর্তী হিংসায় মেয়েদের উপর অত্যাচার চালানো হচ্ছে জানিয়ে মেয়োরোডে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ করতে বসেন বিজেপির মহিলা নেত্রীরা।

বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা, তার রাজ্যে মহিলাদের উপর এমন অত্যাচার হয় কী ভাবে?