ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৭:৩৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে কোভিডের ভারতীয় ধরন শনাক্ত: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৮ মে ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষায় করোনার ভারতীয় ধরন ধরা পড়েছে, যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।

করোনাভাইরাস বারবার ধরন বদলে পূর্বের চেয়ে আরও ভয়ঙ্করভাবে কাবু করছে মানুষকে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ইউরোপের বিভিন্ন দেশে তাণ্ডব চালাচ্ছে। এরই মধ্যে ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে করোনাভাইরাসের ভারতীয় ধরন। এ ধরন দেশটিতে যেমন দ্রুত বিস্তার লাভ করছে তেমনই ছড়িয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

ইতোমধ্যে ইউরোপ-আফ্রিকার কয়েকটি দেশে করোনার ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এবার বাংলাদেশের করোনার এই ধরন শনাক্ত হয়েছে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। করোনার এ ধরনকে অতি সংক্রামক বলে মনে করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানায়, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামের করোনার ধরনটি বিশ্বের এক ডজনের বেশি দেশে পাওয়া গেছে। এমন দেশের সংখ্যা কমপক্ষে ১৭।

-জেডসি