ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২১:১৬:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতীয় বিশ্ববিদ্যালয় : দু’দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার | আপডেট: ১১:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ বুধবার। এ উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির গাজীপুর ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য েরয়েছে শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।


দুদিনের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করা হবে বলে মঙ্গল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


রজতজয়ন্তী উপলক্ষে ২৫ অক্টোবর সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এডভোকেট রহমত আলী এমপি, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।


কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, ১১টা ৩০ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, ১১টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা এবং বেলা ১টায় স্মৃতিচারণ।


২৬ অক্টোবর সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।


এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ৫ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, সকাল সোয়া ১০টায় আলোচনাসভা, বিকেল ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ এবং সাড়ে ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ দু’দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।