সেই চিরচেনা রাজধানী একদম ফাঁকা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৫ মে ২০২১ শনিবার
সেই চিরচেনা রাজধানী একদম ফাঁকা
নেই সেই চিরচেনা চিত্র। নেই পথজুড়ে জ্যাম, নেই ধোয়া আর ধুলোও। যানজট আর জনজটের নগরী এই রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঢাকার এই ভিন্নরূপ উপভোগ্য ওঠে ঈদে থাকা স্থায়ী নগরবাসীর কাছে। তবে কারো কাছে এ অচেনা ঢাকা মোটেও স্বস্তির নয়।
এই করোনাকালেও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে ইতিমধ্যেই রাজধানী ছেড়েছেন সিংহভাগ মানুষ। যে কারণে ঈদের দিন সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে।
আজ শনিবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেই চিরচেনা যানজটও নেই। কমে গেছে নাগরিক কোলাহল। রাজধানী ঢাকা একদম ফাঁকা হয়ে আছে।
রাস্তায় গাড়ি চলাচল করেছে খুব কম। মার্কেট ও বিপণি বিতানগুলোতেও ছিল বন্ধ। সর্বত্রই এখন অনেকটাই নীরবতা। টার্মিনালগুলোও ফাঁকা। বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর, শ্যামলী, সদরঘাট এবং কমলাপুরমুখী রুটেই যাত্রীদের ভিড় ছিল যেখানে সব থেকে বেশি। এখন একদম ফাঁকা।
