ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ৩:৩৬:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৬ মে ২০২১ রবিবার

দেশে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে

দেশে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্তের হার কমেছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এছাড়া নতুন করে আরও ৩৬৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ১৪৯ জনের মৃত্যু হল। আর এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যা বিগত কয়েক সপ্তাহের চাইতে অনেকটা নেমে এলেও, গতকালকের চাইতে সামান্য বেড়েছে। তবে শনাক্তের হার আগের চাইতে কমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ৫৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা করা নমুনার ৬.৬৯%-এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৬০১ জন। সে হিসেবে সুস্থতার হার ৯২.৫৫% এবং মৃত্যু হার ১.৫৬%। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।