ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৩:২৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাক-সবজির দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৭ অক্টোবর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:২১ এএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। ইতোমধ্যে ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো শীতকালীন সবজি বাজারে উঠেছে। তবে দাম বেশ চড়া। গড়ে ৬০ টাকার নিচে কোন সবজি নেই। প্রতিবছর শীত মৌসুম সামনে রেখে এ সময়টাতে সব ধরনের সবজির দাম বেড়ে যায় বলে জানালেন ক্রেতারা।

বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, করলা, শসা প্রভৃতি প্রতিকেজির দাম ৭০ থেকে ৮০ টাকা। একটি লাউ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। একটি জালি কুমড়া ৪০ টাকা। কম দামি সবজির মধ্যে আছে কাঁচা পেঁপে, প্রতিকেজি ২০-২৫ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ কেজি।

শুক্রবার রাজধানীর মালিবাগড় বাজার, তালতলা বাজার, শান্তিনগর বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে, সবজির সঙ্গে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর আমদান করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকায়। এছাড়া আদার দাম বেড়ে প্রতিকেজি ১০০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি রসুন। এছাড়া চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি এবং অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।