কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি তার গুলশানের বাসা থেকে বের হন।
তার আগে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ সফরে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বরকতুল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের চারদিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে, খালেদা জিয়া ঢাকা থেকে সরাসরি নিজের নির্বাচনী জেলা ফেনীতে যাবেন। সেখানে তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার ও নামাজ আদায় করবেন।
কিছু সময় সেখানে বিরতি দিয়ে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে থাকবেন তিনি।
আগামীকাল রোববার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। সে সময় চট্টগ্রাম ও আশপাশের জেলার নেতরাও তার সঙ্গে যুক্ত হবেন। এ দিন কক্সবাজার জেলা সার্কিট হাউসেই বিশ্রাম নেবেন তিনি।
পরের দিন সোমবার সকাল ১১টায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে যাত্রা করবেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন খালেদা জিয়া। এদিন দুপুরে ফিরে জেলা সার্কিট হাউসেই বিশ্রাম নিবেন। পরে বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরে সেখানেই রাতযাপন করবেন।
মঙ্গলবার রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন খালেদা জিয়া। আসার পথেও ফেনীতে কিছু সময় যাত্রা বিরতি দেবেন খালেদা জিয়া।
