ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৫:২৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে করোনায় মারা গেল ৫০ চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনায় একদিনে মারা গেলেন ৫০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তথ্য জানিয়েছে। দিল্লির একটি হাসপাতালে কর্মরত আনাস মুজাহিদ নামে এক চিকিৎসক করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান।

জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস একা নন, তার মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডের শিকার হয়েছেন। আইএমএ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ওই সংখ্যাটা ২৪৪।  ২৬ বছরের আনাস তাদের মধ্যে সর্বকনিষ্ঠ।

আইএমএ জানিয়েছে, রবিবারই ভারতজুড়ে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। আইএমএর সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, ভারতে একদিনেই ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন।

জয়েশ আরো জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করোনায় মৃত ২৪৪ জনের মধ্যে ৬৯ জন বিহারের বাসিন্দা। এ ছাড়া ওই তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশে ৩৪ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।

গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭৩৬ জন মারা গেছেন বলে জানিয়েছে আইএমএ। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের প্রায় এক হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো।

আইএমএর পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাদান সম্পন্ন হয়েছে। ফলে স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্তদের সবার টিকা নিশ্চিত করার আর্জি জানিয়েছে চিকিৎসকদের এ সংস্থাটি।

-জেডসি