ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ১১:০৭:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে রেকর্ড মৃত্যুর দিনে কমেছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টানা দুদিন তিন লাখের নিচে সংক্রমণ হলেও ভারত করোনাভাইরাসে (কভিড-১৯) একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে যা করোনা প্রাদুর্ভাবের পর দেশটিতে সর্বোচ্চ।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে আরও ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

আনন্দবাজার জানায়, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমেছে। তবে বেড়েছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।

সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে চলছে টিকাদান কর্মসূচি। যদিও টিকার পর্যাপ্ত জোগান না থাকারও অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৬৮৯ জন। এ নিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটি ৪৪ লাখ ডোজ।

-জেডসি