রাজধানীতে দুই কিশোরী ধর্ষিত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রাজধানীর আরামবাগ ও উত্তরখানের আটিপাড়া এলাকায় এ দুই ঘটনা ঘটে। ডাক্তারি পরীক্ষার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাংলামোটরে পরিবারের সঙ্গে থাকে এক কিশোরী। প্রতিবেশী প্রাইভেটকার চালক রাসেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে রাসেল তাকে বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর আরামবাগের এক বাসায় নিয়ে যান। সেখানে তাকে দুইদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। এরপর রাসেল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ২৪ অক্টোবর বিকালে তাকে বাসার কাছে পৌঁছে দিয়ে যায় ধর্ষক। পরে সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন তার বাবা-মা। শুক্রবার তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে রাজধানীর উত্তরখানের আটিপাড়া এলাকায় ধর্ষণের শিকার হয়েছে পোশাক শ্রমিক এক কিশোরী। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
