ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৫০:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। এক্ষেত্রে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটারে পানির দাম বাড়ানো হয়েছে ৭২ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য হাজার লিটারে দাম বেড়েছে দুই টাকা। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার ওয়াসার বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ সভায় যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

সূত্র জানিয়েছে, নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম দাঁড়াবে ১৫ টাকা ১৮ পয়সা। যা বর্তমানে ১৪ টাকা ৪৬ পয়সা।

এছাড়া নতুন দাম অনুযায়ী বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম দাড়িয়েছে ৪২ টাকা, যা বর্তমানে ৪০ টাকা।

ওয়াসার বোর্ড সভার ১৩ জন সদস্যের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি তিন মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদটি সার্বক্ষণিক পদ হওয়ায় ভার্চুয়াল মাধ্যমে অফিস করতে হচ্ছে তাকে। মূলত পানির দাম বাড়ানোর প্রস্তাব সংস্থা প্রধানই জানিয়েছেন বলে ওয়াসা সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ওয়াসার হিসেবে প্রতিদিন ওয়াসার গ্রাহকদের পানির চাহিদা ২৪৫ কোটি থেকে ২৫০ কোটি লিটার। আর বর্তমানে ওয়াসার পানি সরবরাহ সক্ষমতা রয়েছে ২৬৫ কোটি লিটার।

-জেডসি