কাল ৯ ঘণ্টা গ্যাস থাকবে না মোহাম্মদপুরে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩০ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আজ রবিবার ও আগামীকাল সোমবার মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। পূর্ব বাইতুর আমান হাউজিংয়ের গ্যাসের সমস্যা সমাধানের সরবরাহ বন্ধ রাখা হবে।
শনিবার তিতাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পূর্ব বাইতুর আমান হাউজিংয়ের গ্যাসের সমস্যা সমাধানের কাজের জন্য রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট নয় ঘন্টা একই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো- শেখেরটেক, আদাবর, বাইতুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং আশেপাশের এলাকা।
-জেডসি
