ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ১৭:২৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৩০ মে ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে দেশের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে আজ। রবিবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হবার কথা।

বৈশ্বিক মহামারি কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।

এসব জেলায় সংক্রমণ বেশি। এছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

বিশেষজ্ঞ কমিটির এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। মন্ত্রণালয়ে বিকালে মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

-জেডসি