ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ১৬:২৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৩১ মে ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা আগামী ২১ জুন পর্যন্ত বলবৎ থাকবে। তবে এই তিন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ইতালির নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।  

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সোমবার এই খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন দেশে অবস্থান করা ইতারীয় নাগরিকেরা নিষেধাজ্ঞার আওতায় নেই। গত এপ্রিল মাসের শেষের দিকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর মেয়াদ রোববার আবারো বাড়ানো হলো।

প্রতিবেদনে বলা হয়, এই তিন দেশে অবস্থান করা ইতালীয় নাগরিকেরা নিষেধাজ্ঞার আওতায় নেই। গত এপ্রিল মাসের শেষের দিকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর মেয়াদ গতকাল রোববার আবারো বাড়ানো হলো।

ভারতে গত বছর এই ধরনটি শনাক্ত করা হয়। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য এই ধরনটিকে দায়ী করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতীয় ধরনটিসহ করোনার নতুন ধরনগুলোর সংক্রমণের ক্ষমতা উদ্বেগজনক।

সংস্থাটি আরো জানায়, করোনার ভারতীয় ধরনটি ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। এ ছাড়া আরো সাতটি দেশে ধরনটি শনাক্তের খবর পাওয়া গেছে।


-জেডসি