ঢাকায় প্রশান্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৫ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
তীব্র গরমের পর প্রশান্তির বৃষ্টিতে ভিজলো রাজধানীবাসী। টানা গরমে নগরবাসীর মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল সকালের বৃষ্টিতে তা অনেকটাই কমে গেছে। শনিবার সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী।
সকাল থেকেই ঢাকার আকাশ ছিল গুমোট। পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়। সকাল আটটার পরপরই শুরু হয় বৃষ্টি। পাশাপাশি বাতাস ও বজ্রপাতও হয়। সকালের এই বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়তে হয়েছে নগরবাসীকে। তারপরও গরমে সিদ্ধ নগরবাসীর জীবনে এই বৃষ্টি এনে দিয়েছে কিছুটা স্বস্তি।
এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস বলেছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
-জেডসি
