ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১০:০৯:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজিজাকে পুড়িয়ে হত্যাকারী চাচি বিউটি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:৪১ পিএম, ৫ নভেম্বর ২০১৭ রবিবার

নরসিংদীতে কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বিউটিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এই দুজনকে গ্রেফতার করে র‍্যাব-৯–এর একটি দল। অন্যজন হলেন বিউটির মা হোসনে আরা।

সিলেটের বিশ্বনাথের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সেলফোন অভিযোগে গত শুক্রবার রাতে বিউটি বেগমের লোকজন আজিজাকে (১৪) তুলে নিয়ে যায়। পরে তার হাত-মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গত শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। তার বাড়ি নরসিংদীর শিবপুর থানার খৈনকুট গ্রামে।

আজিজাকে ফোন চুরির অভিযোগে পুড়িয়ে হত্যা করার কথঅ পরিবার বললেও পুলিশ বলছে ভিন্ন কারণ। পুলিশ বলছে, পরিবারের ওই অভিযোগের সত্যতা মিলছে না। চাচি বিউটির অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রাণ দিতে হয়েছে তাকে।

আজিজাকে হত্যার অভিযোগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার বাবা আবদুস সাত্তার চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত আসামি তমুজাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে।