ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ১১:৩৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬৬ দিন পর সর্বনিম্ন শনাক্ত ভারতে, মৃত্যু ২১২৩

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়াল। এছাড়া একই সময়ে দৈনিক আক্রান্তের সংখ্যা লাখের নিচে নেমেছে, যা ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জনে। ভারতে সোমবারের তুলনায় মঙ্গলবার মৃতের সংখ্যা কমেছে তিন শতাধিক।

দৈনিক আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় দেশটিতে প্রতিদিন কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৩ লাখের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৭০২ জন।

এদিকে সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছেন, জুনের ৭ তারিখ পর্যন্ত ভারতে ৩৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনের।

-জেডসি