ঢাকা, শনিবার ১১, মে ২০২৪ ৯:৪৩:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহীতে। অন্য ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

বুধবার (৯ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জন মারা গেছেন করোনাভাইরাসে। অন্য ৫ জন মারা গেছেন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া ৭ জনের ৫ জন রাজশাহী জেলার বাসিন্দা। অন্য ২ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টা পর্যন্ত ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনাভাইরাসের ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। রাজশাহীর ১৪২ জন, নওগাঁর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নাটোরের ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন, পাবনার ৩ জন ও চুয়াডাঙ্গার ১ জন।
 
-জেডসি