ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ২০:০৭:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনাভাইরাস শনাক্তের হার কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১৩ জুন ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দুই মাস পর ভারতে করোনাভাইরাস শনাক্তের হার কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জনের দেহে। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। 

আজ রোববার সকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৭০ হাজারের বেশি।

এদিকে আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জন। তবে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৪ জন।

ভারতে মোট সংক্রমণ এবং মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। এখন পর্যন্ত প্রদেশটিতে ৫৮ লাখ ৯৮ হাজার ৫৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৯৭ জন। মারা গেছেন ১ হাজার ৯৬৬ জন।