‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ সারাদেশে চালু হবে : মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:২০ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০৮:০৪ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, কৃষককে ডিজিটাল উপায়ে তথ্য সেবা দিতে আগামী ডিসেম্বরে সারাদেশে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ চালু হচ্ছে।
আজ বুধবাব সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’র পাইলট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। দেশের ১৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।
এসময় মতিয়া চৌধুরী বলেন, কৃষক যাতে তথ্য পায় এবং তাদের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়, এ জন্য ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ চালু করা হয়েছে।
উদ্বোধনের পর সবজির দাম বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নে জাবাবে কৃষিমন্ত্রী বলেন, অতি বৃষ্টির কারণে সবজির বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পদিনের মধ্যেই সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
