ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৩:৩২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় যশোরে নতুন আক্রান্ত ৯০, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

যশোরে নতুন আক্রান্ত ৯০, মৃত্যু ৩

যশোরে নতুন আক্রান্ত ৯০, মৃত্যু ৩

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯০জন করোনা শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন তিনজন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনা শনাক্তের হার অনেক বেশি। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুও।

আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। আজ মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুজন করোনা রোগী এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজকের তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছে। রোগী বাড়লেও তারা সেবা দিতে সক্ষম।

এদিকে করোনার ঊর্ধ্বগতির কারণে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় লকডাউন চললেও তা মানছে না সাধারণ মানুষ। স্বাভাবিক দিনের মতোই রয়েছে শহরে মানুষের চলাচল। তবে প্রশাসন বলছে, লকডাউন কার্যকর করতে তাদের সব বিভাগ একযোগে কাজ করছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জন প্রতিনিধিরা একযোগে কাজ করছেন। যাতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নইলে এ ঊর্ধ্বগতি রোধ করা কঠিন হয়ে পড়বে।