ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৭:২০:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু

ঘাতকব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। গত ৩৬ দিন পর করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৫০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৯ মে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২০ হাজার ৬০২টি। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ২৭২ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন। আর করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন।
 
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৪, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৫, ২১ থেকে ৩০ বছরের ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।