ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৭:১৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওই রাতের ঘটনা আর মনে করতে চাই না: পরীমনি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

পরীমনি

পরীমনি

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পর প্রধান আসামি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ অন্য আসামিদের গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন বাংলা ছবির আলোচিত নায়িকা পরীমনি।

আজ সোমবার বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন এই অভিনেত্রী। সেখানে সাংবাদিকদের তিনি নিজের স্বস্তির কথা জানান। 

তিনি বলেন, আমি অনেক সাহস পাচ্ছি। আরও শক্তভাবে দাঁড়াতে আমি পারব এবার। আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।

আজ রাত ৮টায় সংবাদ সম্মেলনটি শুরু হয়। সেখানে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিমনি। 

তিনি বলেন, আমি আবার কাজে ফিরতে চাই। এই ট্রমা থেকে বের হতে চাই। ওই দিনের রাতের ঘটনা আর মনে করতে চাই না। এত সাহস আপনারা যুগিয়েছেন, তাতে আমি কীভাবে ভেঙে পড়ব, আমি ভেঙে পড়ব না।

আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পরীমনি বলেন, এখন ভরসা পাচ্ছি। স্বস্তিতে নিশ্বাস নিতে পারছি। অভিযোগ প্রকাশ্যে আসার পর দ্রুত প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। নিশ্চিন্ত হলাম যে বিচার পাবো। বাকি যারা অভিযুক্ত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

হারুন-অর-রশীদ বলেন, অভিযানকালে নাসিরের বাসা থেকে বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তার বাসায় উঠতি বয়সী নারীরা এসে মদপান করতেন বলে আমরা তথ্য পেয়েছি। তার বাসায় ডিজে পার্টির আয়োজন ছিল বলেও জানান তিনি।