ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ৫:৫৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাকরাইলে মা-ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ০১:০৩ পিএম, ২ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রাজধানীর কাকরাইলে একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


নিহতরা হলেন- শামছুন্নাহার (৪৬) ও শাওন (১৭)। বুধবার সন্ধ্যায় এ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।


রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। সেখানে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।’


তাদের ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।


জানা গেছে, কাকরাইলে পাইওনিয়ার গলির করিম টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহতরা ওই ভবনের মালিক মো. আব্দুল করিমের স্ত্রী এবং সন্তান।