গুলশানে বাসচাপায় প্রাণ হারালো মা, গুরুতর আহত মেয়ে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানের শাহজাদপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ফৌজিয়া মাহমুদা নামে ৫০ বছর বয়সী এক নারী। আহত হয়েছেন তাঁর মেয়ে আনিছা আক্তার। গুরুতর অবস্থায় আনিছাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত নয়টার দিকে শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালি মার্কেটের বিপরীত পাশে আসমানী পরিবহনের বাসের চাপায় এই ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় শাহজাদপুর কাঁচাবাজার এলাকার বাসা থেকে মেয়েকে নিয়ে সুবাস্তু নজরভ্যালি মার্কেটে যান ফৌজিয়া। রাত নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহ্ত হন তারা। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। আনিছা হাসপাতালে ভর্তি।
আহত আনিছা একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। তাদের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও যানটির চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
-জেডসি
