টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। বাণিজ্যিক রাজধানীর নিচু এলাকাগুলোতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবে গেছে। অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ায় অনেক জায়গায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টিতে বেশি দুর্ভোগে পড়েছেন জরুরি কাজে বাড়ির বাহিরে বের হওয়া মানুষ।
গতকাল রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, যা আজ শনিবারও অব্যাহত আছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২১ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর তাতেই চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্ত্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে করে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
বৃষ্টির কারণে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার বন্ধের দিন হওয়ায় অফিসগামী মানুষের তেমন ভিড় না থাকলেও, প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
চট্টগ্রামের পতেঙ্গা অবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে আজকে সারাদিন। রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা ভালো হতে পারে।
-জেডসি
