ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২০:১০:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশুদের জন্য শিক্ষামূলক প্রামাণ্যচিত্র তৈরির সুপারিশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনাকালে শিশুদের জন্য শিক্ষামূলক প্রামাণ্যচিত্র তৈরি করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটি সদস্য আব্দুল আজিজ, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায়  অংশগ্রহণ করেন। 
কমিটি বিগত ২২তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ২২তম বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় মেয়েদের সচেতনতা সৃষ্টিতে বাল্যবিয়ে রোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সাইকেল প্রদান, মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা বিষয়ক প্রকল্প তৈরি করা যেতে পারে বলে কমিটি মতামত প্রদান করে। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।