জেএফএ কাপ-২০১৭ : সেমিতে রাজশাহী ও ঠাকুরগাঁও
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৫:২৬ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঠাকুরগাঁও ও রাজশাহী জেলা।
আজ শনিবার ‘ক’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে রাজশাহী। ম্যাচে রাজশাহী জেলা ৩-১ গোলে হারায় রাজবাড়ি জেলাকে। প্রথম ম্যাচে তারা মানিকগঞ্জ জেলাকে ১২-১ গোলে উড়িয়ে দিয়েছিল। আজ জয় পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। আজ রাজশাহীর হয়ে জোড়া গোল করেছেন আগের ম্যাচে ৭ গোল করা স্বপ্না। অপর গোলটি করেছেন হাসি। রাজবাড়ীর হয়ে একটি গোল করেছেন সাদিয়া।
অপর ম্যাচে মানিকগঞ্জের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে ঠাকুরগাঁও। আজ দলের হয়ে হ্যাটট্রিক করেছেন হান্না। খেলার ৩, ১০ ও ৫৭ মিনিটে গোল করেন তিনি। একটি করে গোল করেছেন কল্পনা রানী ও কাকলি আক্তার। পরপর দু ম্যাচে জয় পাওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী রাজশাহীর মুখোমুখি হবে ঠাকুরগাঁও।
আগামীকাল রোববার চূড়ান্তপর্বের চতুর্থ দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় ‘খ’ গ্রুপের ম্যাচে টাঙ্গাইল জেলা লড়বে সাতক্ষীরা জেলার বিপক্ষে। আর রাত ৯টায় দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ জেলা মুখোমুখি হবে কুমিল্লা জেলার।
