ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৮:২৪:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দক্ষ গণমাধ্যমকর্মী তৈরিই মূল লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়

শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়

একটা সময় ছিল যখন অনেকেই সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়ার কথা কল্পনাও করতে পারতেন না। তবে পরিবর্তনের হাওয়ায় তরুণ-তরুণীরা ঝুঁকছে সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে। বিশ্বব্যাপী তো বটেই, বাংলাদেশেই রয়েছে সাংবাদিকতা পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ। এসব কারণেই সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ

সাংবাদিকতার ক্যারিয়ার ও নানা সম্ভাবনা নিয়ে উইমেননিউজ টোয়েন্টিফোরের সঙ্গে কথা হয়েছে বিভাগটির সহকারী অধ্যাপক ও চেয়ারপারসন সজীব সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ এখনো চলমান রয়েছে। প্রতিনিয়ত নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করছে। সবগুলো গণমাধ্যম এখনো কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারেনি; এ কারণে নতুন প্রতিষ্ঠানগুলোর জন্যে বড় একটি সম্ভাবনা সামনে অপেক্ষা করছে।’

সেমিনারে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন লেখক-গবেষক ও  সমকালের উপসম্পাদক আবু সাঈদ খান।

তিনি বলেন, ‘গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে চাকরির অভাব রয়েছে বলে প্রায়ই শোনা যায়। এ কথা মিথ্যে নয়; তবে এর বিপরীতে দেশে দক্ষ গণমাধ্যমকর্মীরও অনেক অভাব রয়েছে। দেশে রিপোর্টিং, সাবিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অডিও-ভিডিও এডিটিং, প্রোডাকশন, ডিরেকশন, স্ক্রিনরাইটিং, কপিরাইটিং এবং অ্যাড মেকিংসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল যথেষ্ট নয়। সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানের কাজের দুর্বল মান এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত মানে উন্নীত হতে না পারা এর একটি বড় প্রমাণ। তাই গণমাধ্যমে একদিকে যেমন চাকরির অভাব রয়েছে, তেমনি আবার দক্ষতা অর্জন করতে পারলে কাজের সুযোগ ঠিকই রয়েছে।’

বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি

সজীব সরকার বলেন, ‘সরকারি-বেসরকারি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এখন গণমাধ্যম ও যোগাযোগ নিয়ে নানা নামে খোলা বিভাগে এ বিষয়ে পড়াশোনার সুযোগ তৈরি হয়েছে। কেবল একটি সার্টিফিকেট দেওয়ার চিন্তা থেকে বেরিয়ে এসে এসব বিভাগ যদি তাত্তি¡ক জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে পারে, তাহলে দক্ষ গণমাধ্যমকর্মীর এই অভাব পূরণ করা সম্ভব হতে পারে।’

এই শিক্ষক বলেন, ‘দক্ষ গণমাধ্যমকর্মী তৈরির এই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগ শিক্ষার্থীদের দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তুলতে সক্রিয়ভাবে ভ‚মিকা রাখছে। এজন্যে শিক্ষাকার্যক্রমকে তাত্তি¡ক আলোচনায় সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে বিভাগটি সবসময় সচেষ্ট। এর অংশ হিসেবে বিভাগে মিডিয়া ল্যাব ও ভিডিও এডিটিং ল্যাব স্থাপন করা হয়েছে।’

‘এ ছাড়া শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়াতে এই বিভাগ দেশের গুরুত্বপূর্ণ বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সঙ্গে একযোগে কাজ করছে। দীপ্ত টিভির দক্ষ কর্মীদের তত্ত্বাবধানে এই বিভাগের শিক্ষার্থীরা বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতার নানা বিষয় যেমন হাতে-কলমে শিখছে, তেমনি তারা ইন্টার্নশিপের অংশ হিসেবে সেখানে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণেরও সুযোগ পাচ্ছে।’

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন বলেন, ‘গণমাধ্যম বিশেষজ্ঞদের মতে, অদূর ভবিষ্যতে অনলাইন প্লাটফর্মই হতে যাচ্ছে সাংবাদিকতার সবচেয়ে বড় ক্ষেত্র। এরই মধ্যে এর লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে। আধুনিক সময়ের চাহিদার কথা মাথায় রেখে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ নিজেদের একটি অনলাইন পত্রিকাও চালু করেছে যেন শিক্ষার্থীরা সেখানে হাতে-কলমে কাজ করে অনলাইন সাংবাদিকতার নানা ক্ষেত্রে দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের হাতে কেবল একটি ডিগ্রি তুলে না দিয়ে বরং শিক্ষার্থীদের দেশের জন্যে দক্ষ জনবল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এজন্যে বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিল্প-সাহিত্য-নন্দনতত্ত্ব-দর্শন-নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পড়াশোনা ও চর্চাকে উৎসাহিত করা হয়। এজন্যে শ্রেণিকক্ষের কাঠামোবদ্ধ পড়াশোনার বাইরে উঁচু মানের ও নানন্দনিক সাহিত্য পাঠ এবং গান শোনা ও চলচ্চিত্র দেখার ব্যাপারটিকেও শিক্ষার্থীদের জন্যে নিয়মিত করা হয়েছে।’

সজীব সরকার আরও বলেন, ‘তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উদার, মানবিক ও নৈতিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাকে ব্রত করে নিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এই বিভাগ বিশ্বাস করে, দেশের জন্যে দক্ষ জনবল যোগানোর পাশাপাশি সুনাগরিক তৈরি করার মাধ্যমে সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখা সম্ভব।’