ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৬:২১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে গতবারের মতো এবারও কোরবানির পশু পরিবহনে আগামী ১৭, ১৮, ১৯ জুলাই ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৬ জুলাই) সকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান৷

তিনি বলেন, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে৷ তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বা বেশি হবে।

শরিফুল আলম আরও বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই বিশেষ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল।

-জেডসি