ঢাকা, রবিবার ২৮, ডিসেম্বর ২০২৫ ৬:২৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রেনের ধাক্কায় নারীসহ দু'জনে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৬ নভেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৭:০২ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

রাজধানী ঢাকায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-অজ্ঞাত পরিচায় ব্যক্তি (৬৫) ও আমবিয়া খাতুন (৬০)।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।

ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) পুলিশ।

সূত্র মতে, শাহজাহাপুর ফুটওভার ব্রিজের নিচে হেঁটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। তার নাম ঠিকানা জানান চেষ্টা চলছে।

অপদিকে একই সময় খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় আম্বিয়া খাতুন নামে এক নারী ঘটনাস্থলে মারা যান। তার স্বামী মৃত ডানু মিয়া। রাজধানীর শান্তিবাগে ছেলের কাছে থাকতেন ওই নারী।

মরদেহ দুটি কমলাপুর থানার ডোম ঘড়ে রাখা হয়েছে।